Mamun Khan
NA
NA
1 articles

উৎসব

লেখক: মামুন খান Category: ছোট গল্প (Short Story) Edition: Dhaboman - Eid 2019

সকাল থেকেই নাহার মঞ্জিলে একটা উৎসবের আমেজ লেগে আছে। ঈদ পর্ব বাদে সাধারণত তিন ধরণের উপলক্ষ পেলে বাঙ্গালীরা  উৎসবে মেতে ওঠে। প্রথমটি জন্ম, দ্বিতীয়টি বিবাহ, আর তৃতীয়টি মৃত্যু- অর্থাৎ মৃত ব্যক্তির চল্লিশা উপলক্ষে উৎসব। নাহার মঞ্জিলে আজকের উৎসবের উপলক্ষ এই তিনটির কোনটিই না। তবে তৃতীয় উপলক্ষটির সাথে বেশ ভালরকমের যোগসাজশ আছে। এই বাড়ির উৎসবটি মৃত্যুর প্রিপারেশন উপলক্ষে। সব কিছুতেই একটু আধটু প্রিপারেশনের দরকার আছে। যেমন জন্ম উৎসবের প্রিপারেশন শুরু হয়- ফুল শয্যার নিশীথে।

বিস্তারিত