ভালোবাসার কোলাজ

Writer: Mehrub Rahman Category: কবিতা (Poem) Edition: Dhaboman - Winter 2017

ভালোবাসার কোলাজ 

মেহরাব রহমান 

 

আদর চাও ?

অনাদর প্রার্থনা চাওনা সোনা ?

ও আমার রাজেশ্বরী তোমাকে 

চমৎকার চমকিয়া 

বিম্বিত বিদ্যুৎ দেব ।  

এক অলীক 

চিকচিক বালুচর 

মরীচিকা তুমি । 

আমি এক জাদুকর ;

শিরোনাম রাজন । 

আমি এক পোড় খাওয়া বালিয়াড়ি ঝড়।  

এক জংধরা বাঁশিওয়ালা আমি। 

আবার বাজাবো সেই ডাকাতিয়া বাঁশি

এমনকি আগুন হাওয়ায়; 

ডাকবো তোমাকে 

মনরাঙানিয়া নুতন নামে । 

ছুঁয়ে দেব তোমার 

কারুকাজ বুকের জমিন।   

খরগোশ ভীরু হৃদয় থেকে 

টুপটাপ জোসনা ঝরবে প্রতিদিন । 

মায়াজালে ঘেরা ঘুমজাগরণ স্বপ্ন ঘরে 

বৈঠা বিহীন চাঁদেরতরণি বেয়ে 

আসবো সেদিন; 

অভিসারের নীল বাতি 

জ্বালাবে যেদিন । 

জানি আমি 

জানে আমার অন্তর্যামী । 

তুষের আগুনে পুড়ে তাসের ঘর। 

এক নদী 

দুইধারে দুইপাখি।  

উৎসের সন্ধানে 

আনন্দপুরের অনন্যা পাখি 

শিষ দেয় কাকভোরে । 

প্রেয়সীকে খুঁজতে খুঁজতে 

রাতের জোনাকি আসে দিবালোকে 

ঝাঁজালো রোদ্দুরে । 

ভালোবাসার উগ্র কাম জাগে । 

নাসিকাঅগ্রে কাঁপে নীলঘাম । 

নাকের নোলক দোলে 

যেনবা অলৌকিক দেয়ালঘড়ির 

সোনালী পেন্ডুলাম । 

লালনীল উল্টানো পাথর ঘুমায় ;

নিরাকার অর্থবহ 

অন্ধকারের সফেদ বিছানায়।   

সম্মোহনী সুর শোনা যায়।  

ঐযে রবিশংকরের সিতার বাজে  

বিমূর্ত সংসারে । 

চিত্রকর আঁকেন 

নিঃশব্দ চুম্বন 

ফোলা ফোলা রক্তাভ ওষ্টদ্বয়ে, 

পবিত্র পায়ের পদ্ম পাতায় । 

আহ! সুবুজ পত্রাবলী এবং 

শৈল্পিক আঙুলের বিন্যাস । 

আরাধনা চাওনা ?

পূজার অর্ঘ্য চাওনা? 

দেব দেব বেশ দেব 

দেউলিয়া হবো 

চুমু দেব 

নীলয় গভীরে । 

যখন নেমে আসে 

মিশমিশে অচেনা অন্ধকার, 

কষ্টের নীল দংশন ছোবল দেয়

জাদুকরী দর্পনে,  

দেখে নিও যখন তখন 

স্বপ্ন,আকাঙ্ক্ষা, অনুরাগ । 

দেখ তুমি অভিমানী রাজেশ্বরী, 

এক রাজসিক রাজন এঁকেছে 

কত কত ছবি।  

তার অবিন্যস্ত অভ্যন্তরে 

রক্ষরণ রক্ত রং দিয়ে, 

কেবল মাত্র তোমার জন্যে 

অগ্নিপ্রেম ভালোবাসার কোলাজ ।