যদি তুমি ছুঁয়ে দাও

Writer: Hasina Momtaj Doly Category: কবিতা (Poem) Edition: Dhaboman - Winter 2017

যদি তুমি ছুঁয়ে দাও

হাছিনা মমতাজ ডলি

 

হৃদয় আকাশে মুষলধারায় বৃষ্টি হয়,অবিরাম,

যখন ছুঁয়ে দিয়ে যাও ভালোবাসায়, মনের জানালা,

ইচ্ছে নদীতে ডিঙি ভাসাও,অহর্নিশি 

অথৈজলে হয়ে যাই আমি,দিশাহারা নাবিক,

ডুবে যেতে চায় মন অতল জলে,

যদি পাই খুঁজে সীমানা প্রাচীর!!

মেঘ হয়ে যাও যদি ঐ নীলপাহাড়ের গায়ে,

ভেবনা, আমি আছি নীলাকাশ হয়ে তোমাকে ছুঁয়ে।

মেঘদূত হয়ে অন্তহীন সুনীল আকাশে

খুঁজে নিও তোমার মেঘবালিকাকে, ভালোবেসে।

ছুঁয়ে দিলে যদি আমার মেঘলা আকাশ,

ছড়িয়ে যাবে কাংখিত সোনালি রৌদ্দুর, ঐ আকাশে,

উড়ে যাবে শঙ্খচিল,ডানায় মেখে রৌদ্রছায়া।

স্বপ্ন বুনে যাবো আমি স্বপ্নঘোরে, কুয়াশায় ঢাকা সর্ষে ফুলে, 

উত্তুরে হাওয়া হাহাকার করে যখন মনের ঘরে,

হয়ে যাও যদি তুমি, পৌষের কোনো এক শীর্তাত দিন!!

শিশির কুড়াবো আচঁল ভরে, জমে থাকা ঘাসফুলে,

হয়তো স্বপ্নালু কোনো দিন,কেটে যাবে মনের অগোচরে।

অপেক্ষার প্রদীপ নিভু নিভু,

শেষ রাতের নক্ষত্রের মতো,

হয়তো তুমি ছুঁয়ে দিলেই হবে রোদেলা সকাল,

একরাশ ঝরে পড়া শিউলির মতো!

তাহলে ছুঁয়ে দাও দু'হাত আমার, আর একবার ফুটি সূর্যমুখীর মতো,সোনালী আলো ছড়িয়ে।