শাড়ী কেনা

Writer: Editor Category: বাস্তব থেকে নেয়া (Anecdote) Edition: Dhaboman - Winter 2017

শাড়ী কেনা

 

এক গর্বিত বাংলাদেশী কলকাতা বেড়াতে গিয়ে শাড়ীর দোকানে গেছে স্ত্রীর জন্য ভালো কোন শাড়ী পাওয়া যায় কিনা দেখতে। সেখানে আরেক গর্বিত কলকাতাবাসী তাকে একটু ঠেস দেবার জন্য মুচকি হেসে বলল, “কি দাদা, বৌদির জন্য শাড়ি কিনতে কলকাতা এলেন বুঝি?”

বাংলাদেশী ভদ্রলোকের কলকাতার দাদার কথা বলার ভঙ্গিটা পছন্দ হল না। মনে হল যেন একটু তাচ্ছিল্য করাটাই উদ্দেশ্য। সেও মৃদু হেসে বলল, “না দাদা, বাসার কাজের মেয়েদের জন্য শাড়ী কিনতে এসেছি। আমার বৌয়ের শাড়ীতো আমি সুইজারল্যান্ড থেকে কিনি।”  

 সেজান, টরন্টো