Table of Content

Mehrub Rahman
NA
NA
7 articles

অনুর ভিতর পরমাণু

লেখক: মেহরাব রহমান Category: কবিতা (Poem) Edition: Dhaboman - Eid 2018

 

 

     অন্ধকার......................

     মন্দ বাতাস.........................

     বন্ধ খিড়কিতে কে কড়া নাড়ে?

     কী করুণ ভিজছি ভেজা বর্ষায়; চিমনির

     কালো ধোঁয়ায়

     ভাঙাভাঙা ভঙ্গুর গান বাজে l

     ভোরের যমুনায়

     ছেঁড়াপাল বিপন্ন নৌকো; ডুবন্ত

     মাঝির শেষ ক্রন্দন l

     এরপর পূর্ণিমার পূর্ণ প্লাবনে

     হয়তো আনন্দ ঝঙ্কার; সুখং সুন্দরম

     বাজনা বাজে l

     রহেনা------ থাকেনা কিছুই এইসব l

     উত্তর রমণীর জমার খাতায়,

     উত্তর পুরুষের বুক পকেটে

     থেকে যায় কিছুকিছু

     জলরং জলছবি l