Table of Content

Rehana Debnath
NA
NA
1 articles

নারী তুমি কি চাও

লেখক: রেহানা দেবনাথ Category: কবিতা (Poem) Edition: Dhaboman - Eid 2018

 

নারী, কি  তুমি চাও,

ভেবেছে কি কেউ কখন?

বাবা বলেছেন একটা বর নাও!

সমাজ বলেছে একটা স্ংসার দাও,

নারীবাদ চেয়েছে নিজের ঘর বানাও,

পুরুষতন্ত্রর চাপ পুরুষের অধীন হও,

ভদ্র মেয়ে হতে মাথা নীচু করে দাঁড়াও,

কথা কম বল, সবার শেষে অল্প খাও,

শ্বশুরবাড়ির কামনা পুত্র জন্ম দাও,

অত্যাচার সহ্য করে অখানেই পড়ে রম

সবাই চায় কোন কিছুতে মত না দাও,

অন্য সবার ইচ্ছা পূরণ করে যাও,

নিজের ইচ্ছাকে গলা টিপে মেরে দাও,

কলের পুতুলের মত বসো আর চলো

সংসার গড়তে নিজে নিঃশেষ হও।

বৃদ্ধ বয়সে সন্তানদের গলা ধাক্কা খাও

বেলাশেষে চুপচাপ নিঃশব্দে চলে যাও

তোমার অবদান মনে রাখবে না কেউ!

এখনও সময় আছে, তুমি ভাবো,

নারী সত্যিই তুমি কি চাও!