সম্পাদকীয়

লেখক: শুজা রশীদ Category: সম্পাদকীয় (Editorial) Edition: Dhaboman - Fall 2018

শারদীয় সংখ্যা বের করতে করতে শীতের ডাক চলে এলো। কি আর করা? পত্রিকা বের করার অনেক সমস্যা। লেখা জোগাড় করা থেকে শুরু করে প্রিন্টিংয়ের খরচ জোগাড় করা—আমাদের  স্বেচ্ছাসেবী সম্পাদকদের একনিষ্ঠতার কারণেই এই উদ্যোগটি এখনও চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে। তাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ। আমাদের বিজ্ঞাপনদাতাদেরকেও আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। তাদের সহায়তা ছাড়া এই জাতীয় একটি সাহিত্য পত্রিকা প্রকাশ করা নিয়মিতভাবে সম্ভব নয়। পরিশেষে আমাদের নিয়মিত লেখকদেরকে আমার প্রাণ ঢালা ধন্যবাদ। এই পত্রিকার তারাই প্রাণ। অনেকেই সখের লেখক কিন্তু তাদের লেখা পড়ে ধরবার উপায় নেই। ব্যাক্তিগতভাবে আমি সর্বদা নতুন লেখকদেরকে উত্সাহিত করবার চেষ্টা করি। পাঠকদের প্রতি অনুরোধ থাকবে আপনাদের পরিচিত লেখকদেরকে এই পত্রিকায় লিখবার জন্য অনুপ্রাণিত করুন।

শীতের শুভেচ্ছা থাকল। ঠান্ডার ভয়ে ভীত না হয়ে সময়টাকে উপভোগ করবার চেষ্টা করুন। শীতকালের তুষারে ছাওয়া প্রান্তরে রোড ট্রিপে যাওয়ার মধ্যে একটা ভিন্ন রকমের মজা আছে। সুযোগ পেলে বেরিয়ে পড়ুন। ভালো থাকুন।