আহসান কামালের কবিতা

লেখক: আহছান কামাল Category: কবিতা (Poem) Edition: Dhaboman - Fall 2018

সুপ্রভাত বন্ধু!
নিলেম নীল; সিক্ত নীলাম্বরীর নীল আঁচলে,
নীল যাচি নীলিমের নীল নীলে।
মাতাল যৌবনে প্রেম লুকিয়ে রয় বেগুনিতে,
সুখ-লাজে বেগুনি অধর তির তির কাঁপে 
আকাশের হাতে আছে রং আসমানী,
রং এর আড়ি খেলে বৈতালী মেঘ অভিমানী। 
ভোরের শিশির ভেজা কচি দূর্বা ঘাসে,
কারা যেন পরালো সবুজ নব প্রান উৎসবে।
সূর্যমুখী চেয়ে আছে মেখে হলুদ মুখে, 
শান্তির রং লুটি শালিকের ঠোঁটে।
বসন্ত কোকিল রাঙায় মন সুরেতে কালোতে,
কলঙ্কের কালি গায়ে মাখি তারে সাজি আলোতে।
রক্তে রাঙানো গোলাপের লাল রং নিয়ে,
শরৎ ভোর সাজালাম বর্নালী সাত রং মিলে, 
শুনি যেন চরনে তার রংধনু মল বাজে,
নিটল পায়ে কাছে এসে মৃদু হেসে বলে,
সুপ্রভাত বন্ধু! অশেষ শুভ কামনা তোমারে ।

 

কারে যেন খুঁজে বেড়াই
এত ভালবাস যারে, 
সখি! চিনিতে পার কি তারে?
তিমির রাত্রিতে হারালে যারে, 
দিবস আলোতে কেন খোঁজ তারে? 
জেগে জেগে ঘুমিয়ে কাটালে বেলা, 
হেলায় খেলায় এবার ভেঙ্গে যাবে মেলা।
ফুল বনের মৌ-বধুঁ, সাজি বিরহী বধু,
বাজিয়ে বিরহী বীণা ব্যথার দহনে।
এত বেলা কারে খুঁজে খুঁজে বেড়ালে?
আমি পথিক পথের পথ হাঁটি, 
নয়ন জলে তোমারে খুঁজি,
আধাঁরে নীরবে একাকী।

 

মা
রাত নিঝুম, দুচোখে নেই ঘুম
মাগো তুমি নেই, আসো না কেন কাছে?
আমি খুঁজি, তৃষিত অগনিত নয়ন খোঁজে,
তপ্ত ললাট কাঁদে স্নেহের পরশ পেতে
শিয়রে বিশ্বাসী আদরের ছায়।

পালকের পাখির ডানায়
কি মমতায় আগলে রেখেছিলে মা!
অন্ন যোগালে পাথরে প্রজাপতি চষ্ণুতে
বলতে, লেখতে, দাড়াঁতে শেখালে
কি মায়া, যতনে, শাসনে সাজালে
কঠিন কষ্টের কত র্নিঘুম রাত কাটালে।

একা পথ হাঁটি, তোমার দেখানো পথ ধরে হাঁটি.
লোভের লাল-নীল পথ. পিছু ডাকে ইশারায়
তোমার অশ্রু ভরা বিষাদ–রুদ্র দৃষ্টি, ফিরে আসি
সদা জাগ্রত চোখে, চেয়ে আছো কঠিন পাহারায়
আমার সাজানো ফুলেল বাগানে, মা! চাই, চাই তোমারে
পারিজাত ফুলে মালা গাথি তোমার পবিত্র চরনে

নিদ্রাহীন রাতে, বেদনার অশ্রু ভরা চোখে;
কাঙালের মত প্রতীক্ষায় জেগে থাকি,
রাতের আকাশে উজ্বল তারা হয়ে যদি জ্বলো,
তোমার বোকা ছেলে ঠিক তোমায় খুজে নেবে।

হে শরীকহীন আমার সরল বিশ্বাসের দয়াময় প্রভু!
ঈসমাইলের পিপাসায়, মা হাজেরা দৌড়েছেন পাগলিনী বেশে
তোমার আরশ কেঁপেছিল, মায়ের ডাকে আরশ কাঁপে
তৃষ্ণা মিটাতে বেহেস্তী সুধা জম জম করেছো দান
আমার সিজদা, কুরবানি, মলিন সব নিবেদন।

ও খোদা ! দেখাও না মাকে
দীন –হীন নগন্য এ দাসেরে।
বড় সাধ জাগে একবার দেখি মাকে।