ফকীর ইলিয়াসের কবিতা

লেখক: ফকীর ইলিয়াস Category: কবিতা (Poem) Edition: Dhaboman - Fall 2018

সমসাময়িক সমুদ্রের ছায়া

 

ধীরে ধীরে সরে যাচ্ছে বসন্তের মেঘ। যে আকাশে এখন উড়ছে আহত পাখি,
সে আকাশের ছায়ায় একদিন আমরাও হয়েছিলাম বিলীন। আর বলেছিলাম,
চলো, একসাথেই পাঠ করি সুলিখিত রোপণবিদ্যা।

বপণের বৈভব লালন করতে পারে না সকল প্রাণ। যারা পারে, তারা বীজ
বপণের পর স্পর্শ করে ঝুরো মাটি। তারপর ক’ফোটা জল ছিটিয়ে দিয়ে
অস্ফূট কন্ঠে বলে- জয়ী হোক বীজের উত্থান।

আমি সেই উত্থানের ছায়ায় খুঁজেছি, তোমার বুকের সমসাময়িক সমুদ্র।
যে রেখা প্রতিদিন আমার চোখে অসংখ্য ধ্যানবিন্দু এঁকে যায়, সে রেখায়
মিশিয়েছি তোমার দু’টি হাতের ছাপ।এবং উষ্ণতা ছুঁয়ে বলেছি, মেঘ
সরে যায়, যাক। এসো উত্তাপের আলোয় লুকিয়ে রাখবো খণ্ড খণ্ড প্রেমসূর্য।

 

ঘুম ঘুম চোখগুলো

 

ঘুম ঘুম চোখগুলো দেখলেই শুধু মনে হয়; তবে কী এই দেশে মানুষেরা
ভুলে গেছে জাগার প্রার্থনা। তবে কী এই দেশে নির্বাসিত বঙ্গপোসাগর।
জোয়ারের ধ্বনিগুলো এখন আর প্রাণের বিবেকে; আনে না উজ্জ্বল আঘাত-
মানুষের পাশে দাঁড়াবার। অথবা ডাক দিয়ে বলে না কেউ, বন্ধ হোক
কৃত্রিম প্রলয়। আর যারা বাণী দেয়, থেতলে যাওয়া লাশ নিয়ে পাশে।
কিংবা মিছিল করে, দিয়ে যায় রক্তের দোহাই। তাদের গর্জন শোনে
বনবাসী শিয়ালেরা হাসে। এদের হাতেই আজ মানুষের ভাগ্য-রাজত্ব।

কীভাবে বাঁচবে মানুষ- যে দেশে অবরুদ্ধ পথ। পালাবার জায়গা নেই,
এ কেমন স্বাধীন স্বদেশ!ঘুম ঘুম চোখে কেবল জমা হচ্ছে অন্ধত্বের রেশ।