Sujay Datta
NA
NA
1 articles

জীবন সাথী

লেখক: সুজয় দত্ত Category: ছোট গল্প (Short Story) Edition: Dhaboman - Eid 2022

ফল খেয়ে ফলের আঁটি যেখানে সেখানে ছুঁড়ে ফেলার অভ্যাসটা ছোটবেলায় অনেকের মতো আমারও ছিল। শুধু দুটো ব্যতিক্রম ছাড়া। লিচু আর কাঁঠাল। লিচুর বীচিতে আলপিন গেঁথে তার মধ্যে কাগজ বা তালপাতার ঈষৎ বাঁকানো ব্লেড ঢুকিয়ে পাখা বানাতাম আমরা। সে-পাখা দমকা হাওয়ায় বনবন করে ঘুরত। আর কাঁঠালবীচি পোড়া বা চচ্চড়ি খেতে বাড়ীশুদ্ধ সবাই ভালবাসত।  তাই ওদুটো ছিল মূল্যবান সম্পদ।

বিস্তারিত