দোকানীর রসাত্ববোধ!

Writer: banaful barua Category: বাস্তব থেকে নেয়া (Anecdote) Edition: Dhaboman - Winter 2017

দোকানীর রসাত্ববোধ!

 

তখন মাইসোর ইউনিভার্সিটিত পড়ি। আমরা বেশ কিছু বন্ধু ঢাকা থেকে ছুটি কাটিয়ে ফিরছি। কলকাতা থেকে ট্রেনে চড়েছি। ট্রেন যাবে মাদ্রাজ, সেখান থেকে বাসে মাইসোর। ত্রিশ ঘন্টার যাত্রা। গ্রীষ্মকাল। আগের অভিজ্ঞতা থেকে জানতাম ট্রেনে একটু পরেই খুব গরম লাগতে শুরু করবে। সুতরাং আমরা বন্ধুরা সবাই ট্রুাউজার খুলে হাঁফ প্যান্ট পরে নিলাম। আমাদের সাথে সেবার নতুন যাচ্ছিল আরেকটি জুনিয়ার ছেলে বিলু। সে আমাদেরকে প্যান্ট পাল্টাতে দেখে কৌতূহলী হয়ে প্রশ্ন করতে আমি তাকে গরমের কথা বলে হাফ প্যান্ট পরে ফেলতে বললাম। সে জানাল তার কাছে কোন হাফ প্যান্ট নেই। আমরা তখনও স্টেশনে। কিছু দোকানী পাশেই প্যান্ট শার্ট বিক্রী করছিল। আমি তাকে সেখান থেকে একটা দ্রুত কিনে আনতে বললাম। সে ছুটে গেল। এটাই তার প্রথম কলকাতায় আসা। অনেক কিছুই ঠিক জানা নেই। সে একটু পরে দৌড়াতে দৌড়াতে এলো। “ভাই, একটা হাঁফ প্যান্ট তো অনেক রূপি চায়। কত বললে ঠিক হবে বলেনতো ভাই?” আমি একটু চিন্তা করে বললাম, “যা চাচ্ছে তার অর্ধেকের অর্ধেক বল। দিয়ে দেবে।”

বিলু ছুটে চলে গেল। একটু পরেই দেখলাম সে মুখ গোমড়া করে ফিরছে। “কি হল বিলু?” জানতে চাইলাম।

বিলু বিড়বিড়িয়ে বলল, “কত বড় বেয়াদপ দোকানী চিন্তা করেন। আমাকে কি বল্ল জানেন? বলে - দাদা, আপনার হাফ প্যান্ট পরার দরকার নেই, জাঙ্গিয়া পরেই ঘুরেন!”    

বনফুল বড়ুয়া,  টরন্টো, কানাডা