সর্প দংশন

লেখক: মেহরাব রহমান Category: কবিতা (Poem) Edition: Dhaboman - Eid 2022

 

হে আমার নমস্য বাংলা

আমি দূর নক্ষত্র

তোমাদের চেয়ে

অনেক দূর পৃথিবী

অন্য ভূখণ্ডে

 

আজ পাখিডাকা ভোরে

সূর্যের বিষন্ন মুখ

সর্পদংশন বিষে গাঢ় নীল হ'ল

আলোর সম্রাট রবিরাজ

ধর্ষকের দেশে আর

আলো দিতে নারাজ

অভিসম্পাত

অভিশাপ দিচ্ছে

আমি একা-একা

খুব কাঁদলাম

আলোর ভঙ্গুর কণায়

পোড়া অন্ধকারে

খুব ভাসলাম 

 

কোন মায়ের নষ্ট জঠরে হায়

কোন নষ্ট পুরুষ

নষ্টবীজ বপন  করেছে

জন্মেছে এইসব 

বিকলাঙ্গ মানব...  কলঙ্কমানুষ

মানব মুখোশ আঁটা

এইসব বিকৃত দানবের কাছে 

মা… বোন… যে কোনো নারী

ভোগ-লালসার পণ্য

 

হে ঈশ্বর

কী সুন্দর

অবিনশ্বর ঈশ্বর আমার

নারী তোমার

কী বিস্ময় সৃষ্টি

পূত-পবিত্র...  অনন্য…  আনন্দ-প্রপাত

পুরুষ...  এই নষ্ট সমাজ

অনৈতিক অবিচারক দেশ

নারীকে আবর্জনা করেছে

এরকম দেশ

আমি কখনও

কল্পনায়ও ভাবিনি

স্বপ্নের  পলিমাটি জমে জমে

স্বপ্নাচ্ছন্ন-স্বপ্নমদিরা পান করে

চুরচুর মাতাল আমি

দেশের জন্যে কত প্রেম

কত ভালোবাসা

রাতদিন জেগে থাকে

বুকের গভীর ভেতর

এদেশ আমার স্বপ্নের দেশ না

এ এক ধর্ষকের অভয় অরণ্য

এতো ধর্ষণ

এতো বিকৃত মৃত্যু

ধর্ষণে ধর্ষণে রক্তাক্ত প্রান্তর

 

এদেশ আমার স্বপ্নের দেশ না

যেখানে পুরুষেরা অনড়

অচল-স্থবির রাষ্ট্রপ্রশাসন

যেখানে সুশীল নাগরিক

প্রতিবাদে 

মিছিলে মিছিলে

ঘেরাও করেনা মনুমেন্ট

        গির্জা

                 মঠ    

                      মসজিদ                                                                                                                  

                                  মন্দির

ঘেরাও করেনা

ধর্মপিতার প্রধান কার্যালয়

বিকৃত ফুর্তিবাজ

ভাড়াটিয়া মাস্তানদের          আখড়া

ছাউনি

নিষিদ্ধ নিবাস

 

এদেশ আমার স্বপ্নের দেশ না

যেখানে বিচারক

সমাজ সেবক

বুদ্ধিজীবীগণ

নির্বিকার ভাবমূর্তি ধারণ করে

বসে থাকে

তাৎক্ষণিক এইসব ধর্ষকদের ফাঁসিতে ঝুলাবার এবং  

জরুরি অবস্থা জারি করবার জন্য জোর দাবি জানায়না

নাপাম বোমার দাউ দাউ আগুনে জ্বলে ওঠেনা  

 

আপনারাই বলুন

এই মুহূর্তে দেশে

এর চেয়ে জরুরি বিষয় আর কী হতে পারে ? (দুইবার )

 

হে আমার নমস্য বাংলা

ক্ষমা করো

হয়তো অতি অনুভূতির তাড়নায়

এতসব আমার

মাতালের প্রলাপ

হয়তো ছুরিকাঘাতে আহত

যদি তুমি দেশদ্রোহিতার দায়ে

আমাকে চিহ্নিত করো

আমি জনসমক্ষে

তোমার মাটিতে

হেমলক বিষপান করে

মরে যেতে রাজি আছি

 

আমার ভাষা নেই আর বলার

বলতে পারছিনা আর

নমস্য বাংলা

দূর নক্ষত্র

অনেক দুরপৃথিবী

অন্য ভূখণ্ড

পাখিডাকা ভোর

সূর্যের বিষন্ন মুখ

সর্পদংশন

কান্নায় ভেঙে পড়লাম

পোড়া অন্ধকারে ভাসলাম

 

আলোর সম্রাট রবিরাজ

ধর্ষকের দেশে আর

আলো দিতে নারাজ

অভিসম্পাত দিচ্ছে

অভিশাপ… অভিশাপ…

 

আমিও অভিসম্পাত

অভিশাপ দেই

ঐসব কুৎসিত ধর্ষকরা

আজন্ম জ্বলুক পাপের অনির্বাণ আগুনে