Table of Content

Rummana Choudhury
NA
NA
11 articles

জোনাকি পোকা

লেখক: রুম্মানা চৌধুরী Category: কবিতা (Poem) Edition: Dhaboman - Eid 2017

আমাবস্যার রাইতে জোনাকিরা জ্বলে আর নিভে

জ্বলে আর নিভে...

আকাশের শ্যাষ মাথায় জল-ভরা চক্ষে তাকাইয়া থাকে ময়না

চক্ষে পলক পড়ে না

কার্তিকের অন্টনে স্বামী তারে ছাইরা দিছে

দুই বর্ষা পূর্বেই

তবু জীবনের কীর্তনখোলা ময়নাকে কিঞ্চিত ছাড়তে ছায় না

ছাত না ভুলা যাইতে।

হক্কলে কালিজিরা মিহি ধান খাইয়া চইলা যাইতে ছায়

ভুইলাও ফিইরা ছায় না।

 

মনের ইস্টিশনে কত্তক টেরেন আসে আর যায়

আসে আর যায়

নতুন কইরা ঘর বান্ধনের স্বপ্ন দ্যাহে ময়না

কি যে মধুর বাসনা!

মৌছাকের মধু খাইয়া ব্যাবাক চইলা যায়

স্থায়ী খোরাকি দিবো ক্যাডা?

জোনাকিরা জ্বলে আর নিভে আমাবস্যার রাইতে

জ্বলে আর নিভে ...

তবুও লু’হাওয়ায় যাদুর পরশ খুইজা বেড়ায় ময়না

ছান্দের আলো দুই চক্ষে –

অহনও সে বিশ্বাস করে রুপকথার রাজ্যে

অহনও সে খোয়াব দ্যাহে।