Table of Content

Abul Hasnat Milton
NA
NA
5 articles

চাওয়া পাওয়া

লেখক: আবুল হাসনাৎ মিল্টনের Category: কবিতা (Poem) Edition: Dhaboman - Eid 2017

যে রকম একটা আকাশের গল্প তুমি করতে
আজকের আকাশটা হুবহু সেরকম ছিল।

তুমি তো জানোই, তরুণীর কাছে 
আমি কখনো শরীর চাইনি।

দুয়েকটা দুপুর, কতিপয় সন্ধ্যা, রেস্তোরায়
মুখোমুখি কয়েকটা মুহূর্ত কিংবা 
ক্যাঙ্গারুর সাথে গাজর খাওয়ানোর সময় 
একসাথে ছবি তুলবার মত
তুচ্ছ কিছু বিষয় চেয়েছিলাম।

তরুণী আমাকে শরীর ছাড়া 
কখনো কিছুই দেয়নি!