লেখক:
আবুল হাসনাৎ মিল্টনের
Category:
কবিতা (Poem)
Edition:
Dhaboman - Eid 2017
আমি ঘুম ভেঙে একদিন পাহাড়
একদিন সমুদ্র দেখতে চাই।
খুব সাইরুর কথা মনে পড়ছে
যখন তখন সঙ্গমের মত
পাহাড়ের হাতছানি!
আমি ঘুম ভেঙে প্রতিদিন
তোমাকে দেখতে চাই।
তোমার সমুদ্রটা আমাকে দেবে?
তোমার পাহাড়?
একটি চুমুর প্রতীক্ষায় আমি
তোমার দরজায় দাঁড়িয়ে আছি অনন্তকাল!